বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪০

চাঁদপুরে পুলিশ সদস্যদের নিয়ে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে পুলিশ সদস্যদের  নিয়ে  অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
চাঁদপুর পুলিশ লাইনে পুলিশ সদস্যদের নিয়ে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন সুপার মুহাম্মদ আব্দুর রকিব

চাঁদপুরে পুলিশ সদস্যদের নিয়ে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচারের অভিগম্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার চাঁদপুর জেলার পুলিশ সদস্যদের জন্যে জেলা পলিশ লাইনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয় । সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)-এর এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানার ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসী কর্মীদের ভূমিকা রয়েছে। চাঁদপুর জেলা যেহেতু অভিবাসন অধ্যুষিত, তাই এ প্রকল্প তথা এ প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। তিনি বিএনডাব্লিওএল-এর এই প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের জেলা আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম। প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্প পরিচালক রাফাতুর রহমান রুবা । প্রশিক্ষণে ফ্যসিলিটেটরের দায়িত্ব পালন করেন বিএনডব্লিউএলএ-এর পরিচালক- প্রোগ্রাম ও অপারেশন্স নাফিজ ইমতিয়াজ হাসান। সবশেষে প্রকল্পের আইনজীবী অ্যাড. ফেরদৌস নিগার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে নিরাপদ অভিবাসনের ধারণা, অভিবাসী কর্মীর অধিকার ও আইনে বর্ণিত প্রতিকারের বিধান সমূহ, অভিবাসী এবং মানব পাচার, অভিযোগ ও রেফারেল ব্যবস্থা, অভিবাসন সংক্রান্ত অভিযোগ ও জেলা পর্যায়ে আইনগত সেবা প্রদানকারী ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা, জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়