প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৭:২৩
কচুয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি
কচুয়ার কাদলা ঠাকুর বাড়ি সংলগ্ন সার্বজনীন শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে বুধবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
সরেজমিনে গেলে মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার রায় জানান, বুধবার রাত ৮ টার সময় মন্দির তালাবদ্ধ করে বাড়িতে যাই। বৃহস্পতিবার ভোরে মন্দিরের এসে দেখি গেইটের তালা ভাঙ্গা।
দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় মন্দিরের কলাপসিবল গেইটের তালা ও ভেতরের দরজার তালা ভেঙ্গে দান বাক্স থেকে নগদ অর্থ, পিতলের থালা , তাগাড়ি, গামলা, ঝুড়ি, কাঁশি, ঘন্টা, প্রদীপ ও পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। নগদ টাকা ও লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
ইউপি চেয়ারম্যান (প্যানেল) মোশাররফ হোসেন জানান, মন্দিরে চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে ইউপি সদস্য মিজানুর রহমানকে পাঠিয়েছি । চুরির ঘটনায় কে বা কারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হালিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরিকৃত মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে ।