প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:২৬
মানবাধিকার দিবসে মতলব উত্তরে আলোচনা সভা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন মতলব উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ছেঙ্গারচরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এম. এ. মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. শফিকুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ মুন্সী।