বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

চান্দ্রা ইউনিয়নে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট

চান্দ্রা ইউনিয়নে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের  ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুর জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের উদ্যোগে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে চান্দ্রা চৌরাস্তায় বালুর মাঠে এই মিনি ক্রিকেটের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাংলাবাজার মাঝিবাড়ি স্পোর্টিং ক্লাব বনাম কিংস ইলাভেন ক্লাব। উদ্বোধনী খেলার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়নের কৃতী সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম খান নয়ন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমেই একটি এলাকার যুব সমাজকে সঠিক পথ দেখানো যায়

এবং এলাকাও সুশৃংখল রাখা যায়। মাদক থেকে যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। বিগত সরকার খেলাধুলার মানকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। আমি চাই খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বৃদ্ধি হোক।

১২ নং চান্দ্রা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মো. হাবিব গাজীর সভাপতিত্বে ও সাংবাদিক আরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়নের কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারী ও বিল্লাল হোসেন পাটোয়ারী। তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন। এই খেলার আয়োজনকে কেন্দ্র করে চান্দ্রা চৌরাস্তা এলাকাকে সন্ধ্যার পর থেকেই বেশ জমজমাট দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়