বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

সন্তানকে হত্যা করে পুলিশ ফাঁড়িতে হাজির বাবা

মো: জাকির হোসেন
সন্তানকে হত্যা করে পুলিশ ফাঁড়িতে হাজির বাবা
ছবি : সংগৃহীত

রূপগঞ্জে ছয় বছরের শিশুসন্তান জুলফিকার জিহাদকে পানিতে ডুবিয়ে হত্যা করে পুলিশ ফাঁড়িতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বাবা। এক দিন পর মঙ্গলবার রাতে ডোবা থেকে শিশুটির লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জুবায়ের হাসান নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে দেড় মাস আগে শিশু জিহাদকে তার মা বাবা জুবায়েরের কাছে রেখে চলে যান। এরপর থেকে জুবায়ের শিশুসন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে চাকরির খোঁজে সন্তানকে নিয়ে সোমবার আসেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউছিয়া এলাকায়। কোথাও কোনো কাজের সন্ধান না পেয়ে ও ছেলের বিভিন্ন আবদার না রাখতে পেরে ক্ষিপ্ত হয়ে জুবারের সোমবার সন্ধ্যায় আমলাবো এলাকায় মুন্সী ফিলিং স্টেশনের পাশে ডোবার পানিতে ডুবিয়ে তার শিশুসন্তান জিহাদকে হত্যা করে কচুরিপানায় ঢেকে রেখে যায়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজ শিশুসন্তানকে হত্যা করে ডোবার পানিতে কচুরিপানার নিচে রেখেছেন বলে দায় স্বীকার করেন জুবায়ের।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র : ডেইলি কুমিল্লা নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়