প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:০৫
ফরিদগঞ্জে ২৭ অসচ্ছল পরীক্ষার্থীর পাশে ‘বন্ধন-১২’
১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী এসএসসি, দাখিল পরীক্ষার্থীদের মাঝে বোর্ড এবং কেন্দ্র ফি’র অর্থ দিলো ‘বন্ধন-১২’। প্রতিবছর সংগঠনটি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের পাশে দাঁড়ায়। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে অনুদানের টাকা তুলে দেন। এবার প্রতি শিক্ষার্থীকে দুই হাজার চারশ’ টাকা করে দেয়া হয়। বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ জন, লড়াইচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার ৩ জন এবং দক্ষিণ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার ৪ জন পরীক্ষার্থীর হাতে অনুদান তুলে দেন অতিথিরা।
|আরো খবর