বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক-শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ

উচ্চ স্বরে হর্ন বাজিয়ে শব্দদূষণ আমাদের সকলের জন্যে ক্ষতিকর : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
উচ্চ স্বরে হর্ন বাজিয়ে শব্দদূষণ আমাদের সকলের জন্যে ক্ষতিকর : জেলা প্রশাসক
চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক-শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরে শব্দদূষণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, শব্দদূষণের কারণে আমাদের দেহে নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে শব্দদূষণের প্রভাবে অকালে শ্রবণশক্তি লোপ পাওয়া ও হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই শব্দদূষণ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বিভিন্ন পরিবহনের চালক-শ্রমিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই সচেতন হলেই আমরা শব্দদূষণমুক্ত একটি পরিবেশে থাকতে পারবো।

জেলা প্রশাসক আরো বলেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে আমাদের জ্ঞান থাকতে হবে। উচ্চ শব্দে হর্ন বাজিয়ে শব্দদূষণ আমাদের সকলের জন্যে ক্ষতিকর। এই ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি। শব্দদূষণের ফলে মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায়। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অযথা হর্ন এবং উচ্চ শব্দে মাইক বাজাতে সবার সচেতন হতে হবে। একটা উচ্চ শব্দ একজন মানুষের স্বাভাবিক ক্ষমতা কেড়ে নিতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)

সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মোঃ নূর আলম দ্বীন ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। এ সময় বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে শব্দদূষণের কারণ ও তা কীভাবে কমিয়ে আনা যায় সেদিক তুলে ধরা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়