বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬

কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি ঘর

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি ঘর
কচুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৩টি বসতঘর।

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) ভোরে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সালমা জানান, আমার স্বামী প্রবাসী। ভোরে হঠাৎ দেখি বৈদ্যুতিক বোর্ডে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার নতুন ২টি ঘর ও ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘরে নগদ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন, ফ্রিজ ও আসবাবপত্র ছিল। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সালমার পার্শ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মিজানের ঘরে থাকা সকল মালামালও পুড়ে যায়। এতে তার ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়