রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:০৪

ফরিদগঞ্জের গুপ্টিতে রিসিভার প্রত্যাহার করায় দুই পক্ষের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি এলাকায় সম্পত্তিগত বিরোধে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যে অফিসার ইনচার্জ ফরিদগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়। ২৬ নভেম্বর আদালত সেই রিসিভার প্রত্যাহারের আদেশ প্রদান করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর আদালতের মিস মামলা নং ১৬১/২০২৩ খ্রিস্টাব্দ এবং স্মারক নং ২০৫ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. নাসির উদ্দিন একটি অবহিতকরণ নোটিস প্রদান করেন। নোটিসে উল্লেখ করা হয় ‘পক্ষদ্বয়কে অবগত করা যাইতেছে, নিম্ন তফসিল বর্ণিত নালিশি ভূমিতে বিজ্ঞ আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যে অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা, চাঁদপুরকে রিসিভার নিয়োগ করেন। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নিম্ন বর্ণিত সম্পত্তিতে রিসিভার গ্রহণ করা হয়। এমতাবস্থায় উল্লিখিত স্মারক মোতাবেক বিজ্ঞ আদালত রিসিভার প্রত্যাহারের আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুরকে রিসিভার প্রত্যাহার করা হয়।’ বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার এসআই মো. নাসির উদ্দিন। রিসিভার আদেশ প্রত্যাহার করায়, ১৩ নভেম্বর-২০২৪ তারিখের আদালত কর্তৃক স্থিতাবস্থার আদেশ অমান্য করে ইতোমধ্যে নির্মাণ কাজ চলমান রাখার অভিযোগ উঠেছে মামলার বিবাদী খোকনের বিরুদ্ধে। রিসিভার প্রত্যাহার করায় মামলার বাদী নাছির উদ্দিন এবং শান্তিপ্রিয় এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করছেন, যে কোনো সময় শান্তিশৃঙ্খলা চরমভাবে অবনতি হতে পারে। কারণ দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়