মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ২০:৩৪

অনুপযোগী খেলার মাঠ সংস্কার করলেন সাবেক খেলোয়াড়রা

মাহবুব আলম লাভলু ॥
অনুপযোগী খেলার মাঠ সংস্কার করলেন সাবেক খেলোয়াড়রা
ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংস্কার করছেন সাবেক খেলোয়াড়বৃন্দ।

মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল দশা ও খেলাধুলার অনুপযোগী হয়ে ছিল। ফলে খেলাধুলা করতে পারতো না বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় কিশোররা। এ অবস্থায় মাটির সংস্কারের উদ্যোগ নেন ছেঙ্গারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড়বৃন্দ।

জানা যায়, ছেঙ্গারচর পৌর এলাকার একমাত্র খেলার মাঠটির রয়েছে অনেক ঐতিহ্য। এখানে দেশের বহু নামিদামি খেলোয়াড়রা এখানে খেলেছেন। এখানে হয়েছে বড় বড় টুর্নামেন্ট। কিন্তু মাঠের বিভিন্ন দিকে গাড়ি পার্কিং, অস্থায়ী দোকান এবং প্রতি বছর কুরবানির ঈদে এ মাঠে বসে পশুর হাট। যার কারণে মাঠটি হয়ে যায় খেলার অনুপযোগী। গত কোরবানি ঈদের পর থেকেই এই মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধ ছিল। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পরে খেলার মাঠে সংস্কারের উদ্যোগ নেয় ছেঙ্গারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেঙ্গারচর সরকারি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড়রা। মাঠ সংস্কারের জন্য ছেঙ্গারচর পৌরসভা থেকে দেওয়া হয় সামান্য বরাদ্দ। বরাদ্দের টাকা ও নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা নিয়ে মাঠটি সংস্কার শুরু করেছেন উদ্যোক্তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে খেলার মাঠে গিয়ে দেখা যায়, ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, সাবেক খেলোয়াড় পলাশ সরকার, ছেঙ্গারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাবেক খেলোয়াড় মো. মিঠু, পৌর ছাত্রদল নেতা রোমান, তুষার, মারুফ, জুয়েল, রাব্বিসহ ছেঙ্গারচর পৌর ক্রীড়া পরিষদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠ সংস্কারের কাজ করে যাচ্ছেন।

ছেঙ্গারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না জানান, অনুপোযোগী খেলার মাঠটি উপযোগী করার জন্য আমরা ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্রিকেট খেলার জন্য পিচ নির্মাণ, মাঠের চতুর্দিকে ময়লা-আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই এই ঐতিহ্যবাহী মাঠটি আবার খেলার উপযোগী হয়ে উঠবে।

সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম ও মো. রাজিব জানান, দীর্ঘদিন ধরে মাঠটি ছিলো খেলার অনুপোযোগী। তাই আমরা সাবেক খেলোয়াড়রা ও ছেঙ্গারচর পৌর ক্রীড়া পরিষদের সদস্যরা মিলে মাঠটি সংস্কারের কাজ শুরু করি। এতে আমাদেরকে ছেঙ্গারচর পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। এবং মাঠটি সংস্কারের জন্য আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও অর্থায়ন করেছি। মাঠটি সংস্কারের পরই এ মাঠে একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়