শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ২১:১০

চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর সদর উপজেলাধীন চৌদ্দটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণ গত ৫ আগস্ট থেকে অনুপস্থিত থাকায় পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলার ১৪জন সরকারি কর্মকর্তা।

মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরে গত ১২ নভেম্বর-২০২৪ তারিখে জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণ গত ৫ আগস্ট-২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট-২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭,৯৯,০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে চাঁদপুর সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণের অনুপস্থিতিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

চৌদ্দ ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ হলেন-

বিষ্ণুপুর : সদর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), আশিকাটি : উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কল্যাণপুর : সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শাহমাহমুদপুর : উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, রামপুর : উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৈশাদী : উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তরপুরচণ্ডী : উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, বাগাদী : চাঁদপুর সদর প্রকল্প বাস্তবায়ন অফিসার, বালিয়া : উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন : উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ইব্রাহীমপুর : উপজেলা কৃষি কর্মকর্তা, চান্দ্রা : উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর সদর, হানারচর : সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর ও রাজরাজেশ্বর ইউনিয়ন : উপজেলা কৃষি কর্মকর্তা চাঁদপুর সদর, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়