বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২১:০২

ফরিদগঞ্জের দলিল লিখক আব্দুল করিমের বিরুদ্ধে পুনরায় তদন্তে আদালতের নির্দেশ

শামীম হাসান ॥
ফরিদগঞ্জের দলিল লিখক আব্দুল করিমের বিরুদ্ধে পুনরায় তদন্তে আদালতের  নির্দেশ

ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির সদস্য আব্দুল করিমের বিরুদ্ধে দলিল জালিয়াতি করে খারিজ সৃজনের অপরাধে দায়েরকৃত মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ২৪ অক্টোবর বৃহস্পতিবার এ আদেশ দেন চাঁদপুর কোর্টের ফরিদগঞ্জ আমলী আদালতের বিচারক। মামলা নং- সিআর ৪৯৩/২০২৪।

ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালী মৌজায় জনৈক নুরুল ইসলাম তার ছেলে হাসান ইসলামকে ১৭/১/২০২৩ তারিখে ৫৯৫নং দলিলে ৩২০৬ ও ৩২২৭ দাগে ০.১১৩০ একর জমি হেবা রেজিস্ট্রি করে দেন। যার লিখক ছিলেন আব্দুল করিম, দলিল লিখক সনদ নং-৮৯। রেজিস্ট্রি পরবর্তী নামজারির সময় দলিলের তফসিল সম্বলিত ফর্দ কক ১৭৫০৭৮৩ পরিবর্তন করে সেখানে নতুন ফর্দ ড ১৬৫১২৭৩৫ সংযোজন করেন এবং সেখানে উল্লেখিত দাগ দুটির পরিবর্তে ৩৬৬৩ দাগে হাসান ইসলামের পক্ষে সম্পূর্ণ ০.১১৩০ একর জমির নামজারি আবেদন করেন আব্দুল করিম। তার আবেদন অনুসারে জমিটি নামজারি করে উপজেলা ভূমি অফিস। যার নামজারি খতিয়ান নং- ১৯৫, খারিজ মামলা নং- ৩৮৪(ওঢ-ও)/২০২৩-২৪ এবং খারিজ আবেদন নং-৫২০৫৬৭২। নামজারি আবেদন থেকে আব্দুল করিমের সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয়ে ১২ আগস্ট, ২০২৪ তারিখে হাসান ইসলাম ও আব্দুল করিমকে বিবাদী করে চাঁদপুর কোর্টের ফরিদগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নুরুল ইসলাম। মামলা নং- ৪৯৩/২০২৪। কোর্ট মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। পিবিআইর পরিদর্শক কবির আহাম্মদ তদন্ত শেষে আব্দুল করিমকে অব্যাহতি দিয়ে ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট এবং বাস্তব সত্যের পরিপন্থী উল্লেখ করে ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে এর বিরুদ্ধে নারাজি দেন বাদীর আইনজীবী সফিকুল ইসলাম রনি। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে অবৈধভাবে বাধ্য হয়ে বাদীর আবেদনের বিপরীতে প্রতিবেদন দেয়া হয়েছে বলে নারাজিতে উল্লেখ করা হয়। আদালত নারাজি আবেদনের প্রেক্ষিতে সিআইডি চাঁদপুরকে মামলাটি পুনরায় তদন্তের জন্যে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী নুরুল ইসলাম বলেন, আদালতের কাছে আমি ন্যায়বিচার প্রার্থী। পুলিশ, রেজিস্ট্রার কার্যালয়, দলিল লিখক সমিতি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমার প্রত্যাশা, তারা যেন আমাকে ন্যায় বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করেন। এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে আগামীদিনে জমি সংক্রান্ত বিষয়ে মানুষের দুর্ভোগ কমবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন দলিল লেখক আব্দুল করিম। সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়