বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ২২:০৩

সার্কেল-১৮ ডেপুটি কর কমিশনার কালিমুল্লাহর বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥
সার্কেল-১৮ ডেপুটি কর কমিশনার কালিমুল্লাহর বিদায় সংবর্ধনা
ডেপুটি কর কমিশনার সার্কেল-১৮-এর সৈয়দ কলিমুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথিসহ চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সার্কেল-১৮ (বৈতনিক) ডেপুটি কর কমিশনার সৈয়দ কালিমুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে চাঁদপুর কর অঞ্চল কুমিল্লার এ কর্মকর্তাকে চাঁদপুর কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ কর আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিদর্শী রেঞ্চ-৪ যুগ্ম কমিশনার মোঃ এনামুল করিম।

জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী হাবিবুর রহমানের সভাপতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্কেল-১৯ সহকারী কর কমিশনার সজল বেপারী, সার্কেল-২১ সহকারী কর কমিশনার সৌমিত্র কুমার সরকার, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী শাহ মোঃ কুদ্দুস, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ কাজী মোঃ খায়রুল হাসান জুম্মন, যুগ্ম সম্পাদক আয়কর আইনজীবী আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডঃ মাহমুদ হাসান কবির, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, অডিটর সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, কার্যকরী সদস্য আয়কর আইনজীবী কাজী রকিবুল হাসান রুমন, জাকির হোসেন, আরিফুল হক, কামরুল হাসান সিকদার, আইটিপি মামুন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সমিতির নেতৃবৃন্দ বিদায়ী ডেপুটি কর কমিশনার সার্কেল-১৮-এর সৈয়দ কালিমুল্লাহর হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়