শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৫২

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ১৭ জেলে আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ১৭ জেলে আটক

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে হাইমচরের মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড হাইমচর স্টেশনের যৌথ পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এই ভ্রাম্যমাণ আদালতে ৭দিন করে ৭ জেলেকে এবং অপর ৮ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। আর জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ২ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, বাংলাদেশ কোস্টগার্ড আউট পোস্ট হাইমচর-এর স্টেশন পেটি অফিসার (সিডি) এম মনিরুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয় এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৪টি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়