প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫
পূর্ব শ্রীরামদী বাইতুল মুমিন জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
![পূর্ব শ্রীরামদী বাইতুল মুমিন জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন](/assets/news_photos/2023/02/20/image-29837-1676873216bdjournal.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্বশ্রীরামদী বাইতুল মুমিন জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
|আরো খবর
গতকাল ১৯ ফেব্রুয়ারি রোববার বাদ আছর মরহুম তাহের মাঝির বাড়ি সংলগ্ন নতুনভাবে এই মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা খাজা আহমদুল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোঃ আমিনুল ইসলাম, ছানি ইমাম হাফেজ মাওঃ জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি, পৌর কাউন্সিলর মামুনুর রহমান দোলন মাঝি, মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুস ছোবহান মোল্লা, সেক্রেটারী হাজী মনিরুল ইসলাম মুন্সী, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী। আরো উপস্থিত ছিলেন বদিউল আলম, আঃ বাতেন মিয়াজী, হাসিবুল হাসান মুন্না, দুলাল গাজী, মিজান ঢালী, মহসিন মাঝি, বাতেন মিজি, শাহাদাত মাঝি, আরিফ ঢালীসহ এলাকাবাসী।
স্থানীয়ভাবে এই মসজিদটি ২০০০ সালে গড়ে তোলে এলাকাবাসী। মসজিদে মুসল্লিদের সংকুলান না হওয়ায় সম্মিলিতভাবে এলাকার দান অনুদানে পুনরায় মসজিদটির তিনতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যার নির্মাণকাজ এদিন উদ্বোধন করা হয়েছে।