প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২২
পশ্চিম বিষ্ণুদী পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদী পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর শহর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
|আরো খবর
এ সময় তিনি বলেন, এ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া হলো এলাকাবাসীর মিলনমেলা। আমি আশাকরি আজকের খেলার মাধ্যমে আনন্দ বয়ে আনবে। এই কঁচি শিশুরা খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনবে।
বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি বলেন, বছরের এ দিনটির জন্য আমরা সবাই অধির আগ্রহে থাকি। শিক্ষার্থীরা এ দিনটির জন্য অপেক্ষায় যেমনি থাকে, আমি যখন ছাত্র ছিলাম তখন এ দিনটির জন্য অপেক্ষায় থাকতাম। তোমরা আজকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে যারা বিজয়ী হয়েছ, পুরস্কার নিবে, তাদেরকে চাঁদপুর পৌরসভা ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যারা পুরস্কার পাওনি তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় বিষয়। ছোট্ট সোনামনিরা সুন্দরভাবে যেমন খুশি সেজেছে, সেজন্য সোনামনিদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বিদ্যালয় কয়েকবার ভিজিট করেছি। এ বিদ্যালয়ের অনেক সমস্যা আছে। আমি পৌরসভার দায়িত্ব নিয়েছি অল্প কিছু হয়েছে। দ্রুতই পৌরসভা নির্বাচন হবে, তখন আপনারা যোগ্য মেয়র পাবেন। তিনি এই বিদ্যালয়ের যে সকল সমস্যা আছে সেই সমস্যা সমাধান করবেন। উন্নয়নের কোনো শেষ নেই। সেই ধারাবাহিকতায় এ বিদ্যালয়ের উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজালাল হোসাইন রাজু। সঞ্চালনায় ছিলেন শহীদুল্লাহ চৌধুরী ও কিবরিয়া আলমগীর অরিন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা পারভীন লাকি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য আব্দুল লতিফ চৌধুরী, সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, বিল্লাল হোসেন মাঝি, সমাজ সেবক আসলাম মোল্লা, আলমগীর হোসেন মৃধা মাঝি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ জাকির, আশ্রাফ চৌধুরী, মনির হোসেন খন্দকার, শাহিনুর রহমান স্বপন চৌধুরী, মুকবুল হোসেন গাজী, মাহবুবুর রহমান জমাদার, জোহরা বেগম হিরাসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।