শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:০৭

বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ১০ দলীয় জোটের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ১০ দলীয় জোটের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পক্ষে গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন চাওয়া হয়।

গণসংযোগে অংশ নেন খেলাফত মজলিসের চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, জাতীয় ছাত্র শক্তির চাঁদপুর জেলা আহ্বায়ক সাগর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খানসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারি মো. আল আমিন আখন্দ, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবুল কাশেম হাওলাদার এবং সাংবাদিক এ এম ইদ্রিস খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশে বলেন, দেশ ও জনগণের কল্যাণে একটি সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়