প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭
ফরিদগঞ্জ লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের ১১০তম বাৎসারিক উৎসব শুরু
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার ১১০তম বাৎসরিক উৎসব মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) শুরু হয়েছে।
মন্দির কমিটি জানায়, ৫ দিনব্যাপী এই উৎসবে মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠ হবে। তা পাঠ করবেন চাঁদপুর সদরের পাঠক শ্রী উত্তম কুমার গোস্বামী। পাঠ শেষে ৩২ প্রহর নামযজ্ঞানুষ্ঠানের অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তারকব্রহ্ম হরিনামযজ্ঞ অনুষ্ঠিত হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মধ্যাহ্নে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এদিকে মন্দির কমিটির সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল জানান, কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার ১১০তম বাৎসরিক উৎসবে প্রতিদিন ও রাতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই ৬দিনে অন্তত দশ সহস্রাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।