প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭
চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির সম্মেলন
সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি এগিয়ে যাবে : আলহাজ্ব মোশারফ হোসাইন
![সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি এগিয়ে যাবে : আলহাজ্ব মোশারফ হোসাইন](/assets/news_photos/2025/02/12/image-58857-1739298024bdjournal.jpg)
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, মুসলমান, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। এদেশে সকল ধর্মের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করবে এবং ধর্ম কর্ম পালন করবে। আমরা দেশের ১৮ কোটি মানুষ একই ভূখণ্ডে বসবাস করবো। আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাবো, বিএনপির পতাকা চলে ঐক্যবদ্ধ হবো। দলের কোনো বদনাম করবো না। আগামীর রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্র মেরামতে তারেক রহমান কর্তৃক যে ৩১ দফা দেয়া হয়েছে তা নিয়ে আমরা জনগণের পাশে আছি। মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে বিএনপি জনগণের পাশে আছে।
|আরো খবর
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) রাতে পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত ২নং মহল্লা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ও ৩নং ওয়ার্ডের সমন্বয়কারী সদস্য মো. শহিদ ঢালী ও মহিলা দল নেত্রী ইশিতা বেগম।
মোশারফ হাজী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দল সুসংগঠিত হলে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত হবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান দেশে ফিরে আসবেন। আর আমরা দলের নেতা-কর্মীরা সম্মানিত হবো। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
তিনি বলেন, আমি মোশারফ হাজী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে আছি। মানুষের ভালোবাসাই আমার রাজনীতি।
পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মজিবুল হক মজিব, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির লস্কর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউছার আহমেদ, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শাহিনা বেগম, সাবেক সভানেত্রী উম্মে সালমা প্রমুখ।
এ সময় বিএনপি নেতা সেলিম হাওলাদার, খালেক খান, কামরুল ইসলাম, সেন্টু গাজী, বাদল পাটোয়ারী, নাসির খান, জিল্লুর রহমান, ইমরুল হাসান লিটনসহ এ ওয়ার্ডের মহল্লা কমিটিগুলোর সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে দেলোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি ও ইকবাল হোসেন ভুট্টোকে সাধারণ সম্পাদক করে ২নং মহল্লা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি পরবর্তীতে নিজেদের মধ্যে সমন্বয় করে ৭১ বা ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, চাঁদপুর পৌর বিএনপির সম্মেলন ২০২৫ সফল করা ও সম্মেলনের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে দলের ১৫টি ওয়ার্ড এবং মহল্লা কমিটিগুলোকে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে সমন্বয় টিম গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা এখন ওয়ার্ড ওয়ার্ড সফর করে ওয়ার্ড মহল্লা কমিটির সম্মেলন করছেন