প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩
চাঁদপুর নূরিয়া পাইলট উবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে : জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ
![নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে : জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ](/assets/news_photos/2025/02/12/image-58856-1739297794bdjournal.jpg)
উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর পুরাণবাজার দাসপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুলবুল আহছানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য বাহার হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিকতার সুনাম অর্জন করতে হবে। শুধু বার্ষিক ক্রীড়াতেই নয়, শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোতেও অংশ নিতে হবে।
জেলা শিক্ষা অফিসার আরো বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পরিবর্তন যখন দেশে এসেছে, সকল ক্ষেত্রে পরিবর্তন আসতে হবে। যেমন একজন প্রধান শিক্ষকের মধ্যে পরিবর্তন না আসলে শিক্ষকদের মধ্যে পরিবর্তন আসবে না। শিক্ষকদের মধ্যে পরিবর্তন না আসলে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তন আসবে না। শিক্ষার্থীদের মাঝে পরিবর্তন না আসলে বিদ্যালয় সুনামের সাথে এগিয়ে যাবে না। এই জায়গায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে সেই লক্ষ্যে কাজ করবো। পরে তিনি মেধা পুরস্কার বিতরণ করেন।
এ সময় দুই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মহব্বত হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, সাবেক শিক্ষানুরাগী সদস্য রফিক আহমেদ মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী নকিবুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম বেপারী, অভিভাবক সদস্য সুকুমার পাল, আব্দুর রশিদ খান, মমতাজ আক্তার, প্রাক্তন ছাত্র আনিছুজ্জামান পলাশ, মো. আলী আরশ্বাদ বেপারী মিশন, মো. মিজানুর রহমান স্বপন, ফিরোজ চৌধুরী, মো. ইকবাল হোসেন ভুট্টোসহ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী ও অভিভাবকগণ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা নাজমে আরার সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক বিপ্লব চন্দ্র দাস।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মানছুর আহমেদ ও শম্ভুনাথ নন্দী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইফতাজুল ইসলাম, আল-আমিন সরকার, কাকলি আক্তার, সুব্রত দাস, সুবর্না আক্তার, ফাহমিদা আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ।
এদিন সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিগণ জাতীয় পতাকা, ক্রীড়া ও স্কুল পতাকা উত্তোলন করে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে অতিথিদের সম্মানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরের পর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।