প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৭
দুই মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন থেকে দুই মামলায় ৬ বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আফতাব আহমেদ (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
আফতাব সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর পাঁচবাড়িয়া গ্রামের তালুকদার বাড়ীর নাজির আহমেদ তালুকদারের ছেলে।
বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আর্মি ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব আহমেদ ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি দুটি মামলায় ৬ বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।