প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬
শ্রীনগরে বিএনপির সদর ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় দয়হাটা টেক্কা মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
|আরো খবর
উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোড়ল, সহ-সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন এবং নির্বাহী সদস্য মো. আহসানুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা নতুন কার্যালয় স্থাপনের গুরুত্ব তুলে ধরে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার কথা জানান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান জেকি।
এছাড়া অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন যুবদলের নেতা মো. মিলন, নাজির হোসেন, মো. গিয়াসউদ্দীন, মো. সালাম, আয়নাল, মো. উজ্জল, মো. আদিল, আ. রহমান, আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নতুন কার্যালয়কে দলীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে আরও কার্যকরভাবে ব্যবহার করার প্রত্যাশা ব্যক্ত করেন।