প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৫
ফরিদগঞ্জের দক্ষিণ গোবিন্দপুরে সিমস প্রকল্পের অবহিতকরণ সভা
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স-এর সহায়তায় পরিচালিত হ্যালভেটাস বাংলাদেশের প্রকল্পের আওতায় মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সংস্থার ফরিদগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসীদের জন্য তথ্যসমৃদ্ধ পরিষেবা প্রদান করতে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মাইগ্রেশন প্রক্রিয়ার সকল স্তরের শ্রমিকদের প্রয়োজনীয় তথ্য, সহায়তা এবং নিরাপদ কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পটি এসডিসি দ্বারা অর্থায়িত এবং এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পের পূর্ববর্তী কার্যক্রমের ফলাফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে সিসিডিএ-এর জেলা কো-অর্ডিনেটর নাজমুল আহসান বলেন, আমরা লক্ষ্য করছি, প্রকল্পের মাধ্যমে অভিবাসীরা এখন শুধুমাত্র আর্থিকভাবে উন্নতি করছেন না, বরং নিজেদের অধিকার এবং নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জ্ঞান লাভ করছেন। প্রকল্পটির ফলস্বরূপ অভিবাসীরা কাজের জন্য বিদেশে যাওয়ার পূর্বে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হচ্ছেন, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. কামাল, প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন, ওয়ার্ড সদস্য শরীফুল ইসলাম বাবুল, মোহেব মীর এবং নেয়ামত পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।