প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০
জেলা ছাত্রলীগ নেতা কাকন গাজী আটক
![জেলা ছাত্রলীগ নেতা কাকন গাজী আটক](/assets/news_photos/2025/02/12/image-58860-1739328074bdjournal.jpg)
চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. কাকন গাজীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ।
জানা যায়, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করে।
এ সময় শহরের ১৩ নং ওয়ার্ডে পুলিশ সুপার কার্যালয়ের পাশে গাজী বাড়ির বাসিন্দা জেলা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. কাকন গাজীকে নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
এরপর ডিবি পুলিশ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
কাকন গাজীর পরিবার সূত্রে জানা যায়, তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামী নন। কিন্তু ডিবি পুলিশ কোনো কারণ ছাড়াই বাসা থেকে তাকে নিয়ে যায়।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত কাকন গাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে। তাকে আটকের জন্যে মডেল থানা পুলিশ বেশ ক'বার অভিযান পরিচালনা করেও আটক করতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাকন গাজী মডেল থানা পুলিশ হেফাজতে ছিলো।