সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০০:০০

স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আঃ মান্নানের দাফন সম্পন্ন

স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আঃ মান্নানের দাফন সম্পন্ন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী বাড়ি সম্মুখস্থ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, মরহুমের ছোটভাই শেখ আব্দুর রশিদ ও ছেলে শেখ মহিউদ্দিন স্বপন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহির হোসেন পাটওয়ারীর তত্ত্বাবধানে প্রথম জানাজায় ইমামতি করেন মাওঃ নুরুর রহমান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর খান, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।

মরহুমের ২য় জানাজা সকাল ১১টায় মৈশাদী-হামানকর্দ্দি ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু পাটওয়ারী, সবেক চেয়ারম্যান আবু জাফর মোঃ ছালেহ অলি পাটওয়ারী ও মোঃ মনিরুজ্জামান মনিক, বিএনপির বিভাগীয় নেতা এনায়েত উল্লাহ খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম মিয়াজী, অ্যাডঃ মিজানুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জামাল খান, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান মিয়া, মরহুমের ছোট ভাই ও চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল। স্মৃতিচারণপর্ব সঞ্চালনা করেন মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ জাকির হোসেন। জানাজায় ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ বিল্লাল হোসেন। পরে সাড়ে ১১টায় মৈশাদীর ‘মাটি মহল’ নামক তাঁর গ্রামীণ বাসভবনের আঙ্গিনায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামসহ বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব শেখ আঃ মান্নান ২২ জুলাই শুক্রবার রাত ৮টায় চাঁদপুর শহরের তালতলাস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও পাঁচ মেয়ে, ২ ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ আঃ মান্নান মৈশাদী ইউপির তিন মেয়াদে চেয়ারম্যান থাকাকালীন সরকার কর্তৃক স্বর্ণপদক পান এবং জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত হয়ে জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়