প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৫
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মৃত্যু: জানাজা ও দাফন সম্পন্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের জানাজা ও দাফন আজ (সোমবার) দুপুরে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা নামাজটি আজ জোহরের পর চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী, দুবাই হোটেলের সামনে অনুষ্ঠিত হয় এবং তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।
|আরো খবর
এর আগে রবিবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে আবু সাঈদ সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যা তার পরিবারের সদস্যরা চিহ্নিত করেছেন এবং এটি তার হাতের লেখা বলে জানা গেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহম্মদ জানান, ‘রবিবার সন্ধ্যা ৬টার দিকে আমরা খবর পেয়ে মুক্তিযোদ্ধার বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ফেলা হয়।’ তিনি আরও বলেন, ‘তিনি তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বাসায় ছিলেন, তবে ওই সময় তারা কেউ বাসায় ছিলেন না।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আবু সাঈদ সরদার চট্টগ্রাম শহরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন এবং মুক্তিবাহিনীর চট্টগ্রাম শহর কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলভী সৈয়দের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে হারানোর পর এলাকাবাসী ও তার পরিবার শোকসন্তপ্ত।