প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪২
যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী
মতলব আগমন করলে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মুফতি মাওলানা মাঈন উদ্দিনের নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতলব দক্ষিণের কৃতী সন্তান মুফতি মানসুর আহমদ সাকী দ্বিতীয় বারের মতো যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ায় তাঁকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও আন্তর্জাতিক বক্তা আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, যুব আন্দোলন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, হাফেজ রাসেল, হাফেজ তানজিল প্রমুখ।