প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:২৯
দর্জিঘাটে তথ্য অফিসের নারী সমাবেশ
সোমবার (২০ জানুয়ারি ২০২৪) সকাল ১০টায়
|আরো খবর
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৪-২৫'-এর আওতায় চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদী সংলগ্ন দর্জিঘাট প্রাঙ্গণে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান, গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুন, সহকারী শিক্ষক মো. জাকির হোসেন মিয়াজি প্রমুখ।
নারী সমাবেশে সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।