প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব বিতর্কের ফাইনাল
খুব শীঘ্রই ফরিদগঞ্জে বিতর্ক ক্লাবের কার্যক্রম দৃশ্যমান হবে : উপজেলা নির্বাহী অফিসার
মাধ্যমিকে প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় ও উচ্চমাধ্যমিকে ফরিদগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে অান্তঃপ্রতিষ্ঠান বিতর্ক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮ টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া বিতর্ক টুর্নামেন্টের ৩ পর্বের বিতর্ক শেষে সোমবার (২০ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ের বিতর্কে আদর্শ একাডেমি ফরিদগঞ্জ বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়। এ বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আদর্শ একাডেমি ফরিদগঞ্জ বিতর্ক দলের দলপ্রধান ফাইরুজ সুবহা। কলেজ পর্যায়ের ফাইনালে ফরিদগঞ্জ সরকারি কলেজ বিতর্ক দলের মুখোমুখি হয় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ বিতর্ক দল। এ বিতর্কে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ সরকারি কলেজ।
স্কুল ও কলেজ পর্যায়ের ২ টি ফাইনাল বিতর্ক শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী পর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের ফরিদগঞ্জের বিভিন্ন স্কুলের বিতার্কিকদের প্রাণবন্ত এমন বিতর্ক দেখে আম সত্যিই মুগ্ধ ও আনন্দিত। বিতর্কের এমন উচ্ছ্বাস প্রমাণ করে ফরিদগঞ্জ বিতর্কের উর্বর ভূমি। সহ-শিক্ষা কার্যক্রমের সর্বোচ্চ স্তর বিতর্ক। কারণ, বিতর্কের প্রস্তুতি নিতে গিয়ে একজন শিক্ষার্থীকে সকল তথ্যকে একত্রিত করতে অনেক বই পড়ার প্রয়োজন হয়। সেই সাথে সকলের মাঝে নিজের বলা কথাগুলোকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারার কৌশল ও সাহস আয়ত্ত করতে হয়। একেবারে প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকে সকল পর্যায়ের স্কুলগুলোতে নিয়মিত বিতর্ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে। সমগ্র উপজেলা ব্যাপি বিতর্ক নিয়ে আরো বিস্তৃতভাবে কাজ করার জন্যে খুব শীঘ্রই ফরিদগঞ্জে বিতর্ক ক্লাবের কার্যক্রম দৃশ্যমান হবে।
উপজেলা পর্যায়ের বিতর্কের ফাইনাল আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন ও সাবেক বিতার্কিক ও বিতর্ক সংগঠক শামীম হাসান এবং বাঁধন শীল।