বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

কচুয়ায় 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা

কচুয়া প্রতিনিধি
কচুয়ায় 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা
'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে

কচুয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে কচুয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন। এছাড়াও একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিও শফিকুন নূরসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় কচুয়া উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালায় তারা সুন্দর ও সাবলীল ভাষায় আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়