প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৬:২২
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির গ্রেফতার

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেফতার করেছ গোয়েন্দা পুলিশ। রবিবার (১০ আগস্ট ২০২৫) ঢাকার মালিবাগের বাসা থেকে গ্রেফতার করে চাঁদপুরে আনা হয়।
|আরো খবর
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।
গ্রেফতারকৃত শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে ক'টি মামলা চলমান সবগুলোতে জামিনে রয়েছে। এখন কোন্ মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি।তাঁর স্ত্রী আরো জানান,
শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেলো নির্বাচনের আগেও বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে সে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।