প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১:১০
দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
পুরাণবাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
চাঁদপুর শহরের পুরাণবাজারে সম্প্রতি দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে চাঁদপুর জেলা বিএনপি। কমিটির সদস্যরা হলেন অ্যাড. হারুনুর রশিদ (সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর বিএনপি), শাহজাহান কবির খোকা (আহ্বায়ক, চাঁদপুর পৌর যুবদল) ও আশিকুর রহমান শিপন (আহ্বায়ক, চাঁদপুর পৌর ছাত্রদল)।
তদন্ত রিপোর্টে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১-০১-২০২৫ খ্রি. তারিখে চাঁদপুর পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডে যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তাতে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। কী ঘটনায় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কে বা কারা এই বিশৃঙ্খলার জন্যে দায়ী তা পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে ১৫-০১-২০২৫ খ্রি. তারিখের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্যে অনুরোধ করা হয়েছে।