প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২০:০৩
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের ১০ মিনিট পর উদামদী পাম্প হাউজে ও ১৩ সেকেন্ড পর কালিপুর হাউজে সেচ পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা বলছে তাদের সাথে প্রতারনা করা হয়েছে। বাড়ছে বোরো চাষ নিয়ে আরো দুশ্চিন্তায়।
বিভিন্ন মিডিয়ায় সময়মতো সেচের পানি না পাওয়ায় বোরো উৎপাদনে বিপর্যের আশঙ্কা রয়েছে সংবাদ প্রকাশ হলে পাউবো কর্তৃপক্ষ তড়িগড়ি করে সোমবার (২০ জানুয়ারি ২০২৫)১১ টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালীপুর ও উদামদী পাম্প হাউজে পানি সেচের উদ্বোধন করে। উদ্বোধন করেন চাঁদপুর পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল)সালাউদ্দিন । উদ্বোধনের ১০ মিনিট পর উদামদী পাম্প হাউজ ও ১৩ সেকেন্ড পর কালিপুর পাম্প সেচ পাম্প বন্ধ করে দেওয়া হয়।
কৃষকরা জানান, পানি সেচের উদ্বোনের নামে আমাদের সাথে প্রতারনা করা হচ্ছে। কবে নাগাত পাম্প হাউজের সুঁচ চালু করে জমিতে পানি সেচ দেওয়া হবে কৃষকের অজানা।তাছাড়া খাল ও বিলের পানিও শুকিয়ে গেছে। এখন পানি না পেলে আমরা মাঠে মারা জাবো। ধানের চারার বয়স বেড়ে চলছে। বয়স্ক চারা লাগালে ফলন ভালো হয় না।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল)সালাউদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবদের অবস্থা দেখে অতি তারাতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর মোবাইল নাম্বারে কল করার পর রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।