মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৫৯

আগের কমিটি বাতিল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি রোববার (১৯ জানুয়ারি ২০২৫) স্বাক্ষরিত পত্রে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ৭ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন পদাধিকার বলে জেলা প্রশাসক, চাঁদপুর। কমিটির সদস্যরা হলেন : শরীফ মোহাম্মদ আশরাফুল হক (ক্রীড়ানুরাগী), মো. জয়নাল আবেদীন (সাবেক খেলোয়াড়), সৈয়দ শামিম আকতার ফারুকী (কোচ), মো. মহিউদ্দিন (ছাত্র প্রতিনিধি) ও মুহাম্মদ সালাউদ্দিন খান (ক্রীড়া সাংবাদিক)। সদস্য সচিব হলেন পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা।

চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রেরিত পত্রে উল্লেখ করা হয় : জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ৮-এর বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার একটি আহ্বায়ক কমিটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। জাতীয় ক্রীড়া সংস্থার এ পরিপত্রের মাধ্যমে পূর্বের কমিটির অস্তিত্ব আর থাকলো না। তবে আগের কমিটি বাতিলে গতকাল ক্রীড়াঙ্গনে কম-বেশি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়