প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২০:৫১
অ্যাড. মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব অ্যাড. মো. মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে আইনজীবীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর ভাই অ্যাড. কামাল উদ্দিন আহমেদ ও বন্ধু অ্যাড. সেলিম আকবর।
আলহাজ্ব অ্যাড. মিজানুর রহমান মিয়া বসবাস করতেন চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ ভাইয়া মঞ্জিলে। তাঁর বাবার নাম মরহুম আলহাজ্ব মো. খলিলুর রহমান মিয়া। তাঁদের নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি এলাকায়। তিনি ১৯৬২ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ২১ জানুয়ারি ২০২৪ রোববার রাত ১০টা ৫০মিনিটে মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুর দিনও তিনি আদালতের কাজ শেষ করে বাড়িতে ফিরেন। রাতে নিজ চেম্বারে আসেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে। রাত ১০টায় নির্বাচনের জন্যে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্যে তাঁর বন্ধু জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামকে সাথে নিয়ে আইনজীবীদের বাড়িতে যান। কলাদীতে অ্যাড. নাজিমউল্লা বাপ্পীর বাড়িতে কথা বলার সময় হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর দিন পর্যন্ত তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তাঁর সহধর্মিণীর নাম মিরানা রহমান জলি। তিনি একজন গৃহিণী। তাঁর বড়ো ছেলের নাম আসিফ রহমান জিসান, ২য় ছেলে ফাহাদ রহমান জাবির। তাঁর একমাত্র কন্যা নওশিন রহমান মিম। তিনি ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত চাঁদপুর জেলা জজ আদালতে এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।