মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৫২

দুশ্চরিত্রবান শিক্ষকের অপসারণ চেয়ে মতলব উত্তরে শিক্ষার্থীদের মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো ॥
দুশ্চরিত্রবান শিক্ষকের অপসারণ চেয়ে মতলব উত্তরে  শিক্ষার্থীদের মানববন্ধন
মতলব উত্তরে স্কুল শিক্ষকের অশ্লীলতায় অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন।

স্কুলের ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের ২০১৮ সালে স্পর্শকাতর ঘটনায় কঠোর সমালোচনা তৈরি হয় মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চবিদ্যালয় ও কলেজ ঘিরে। সে সময় ৭ম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্র করে তৎকালীন গভর্নিং বডির সদস্যরা মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেয়। ঘটনা ধামাচাপা দিয়ে ফের একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পান মার্কেটিং বিভাগের প্রভাষক মো. মহসীন। পরবর্তীতে সেই ছাত্রীর মতলব উত্তর উপজেলার পার্শ্ববর্তী এলাকায় বিয়ে হয়। এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মহসীন নিজ এলাকা বরিশালের বাকেরগঞ্জ গিয়ে বিয়ে করেন। বেশ কিছুদিন সংসার করার পর ডিভোর্স হয় সমালোচিত হওয়া সেই ছাত্রীর। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর একই ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় লাঞ্ছিত হয় শিক্ষক মহসীন। এসব ঘটনায় মাসের পর মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পায়নি শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) সকালে অভিযুক্ত শিক্ষক মহসীন দীর্ঘ কয়েক মাস পর স্কুলে আসলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টা নাগাদ দুশ্চরিত্রবান শিক্ষক মহসীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে লুধুয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ সময় নারী কেলেঙ্কারির ঘটনা চলমান থাকায় আবারো স্কুল ক্যাম্পাসে তাকে দেখতে পেয়ে ক্লাস বর্জন করে সড়কে নেমে পড়ে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা কঠোরভাবে মার্কেটিং বিভাগের শিক্ষক মহসীনের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন। পরবর্তীতে লুধুয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মহসীনের বিরুদ্ধে অধ্যক্ষ জাকির হোসেনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়ে ক্লাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক স্কুল ও কলেজ ক্যাম্পাসে এসে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে আলোচনায় বসেন। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক ও ইউএনও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণ করার আগ পর্যন্ত তাকে প্রতিষ্ঠানে আসতে নিষেধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়