বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৯

যে প্রাথমিক বিদ্যালয়ে দশটার পরে আসেন শিক্ষকরা--

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
যে  প্রাথমিক বিদ্যালয়ে দশটার পরে আসেন শিক্ষকরা--

দশটার পরে আসেন শিক্ষকরা। এমনকি সাড়ে দশটা বাজে আসতে দেখা যায়। মনে হচ্ছে প্রাইভেট পড়ানোর জন্যে এসেছেন শিক্ষকগণ। এ বিদ্যালয়টি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকগণ দশটার পরে বিদ্যালয়ে আসেন।পুরুষ শিক্ষক আসেন সাড়ে দশটায়। এভাবে চলে আসছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

জানা যায়, প্রতিদিন কিছু শিক্ষক দশটা ১৫ মিনিটে আসেন, আবার ১ জন শিক্ষক আসেন সাড়ে দশটা বাজে।এমন অভিযোগ করেন সচেতন মহল। সরজমিনে দেখা যায়, শিক্ষিকাগণ বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন দশটা ১০ মিনিটের সময়। আর পুরুষ শিক্ষক উপস্থিত হয়েছেন সাড়ে ১০ টা বাজে। এভাবে অনিয়ম করে প্রতিদিন বিদ্যালয়ে আসেন শিক্ষক ও শিক্ষিকাগণ। কিন্তু ছাত্র-ছাত্রীরা সাড়ে ৯ টা বা ১০ টার মধ্যে উপস্থিত হয়ে যায়। ২/৩ জন ছাত্র-ছাত্রী ১০ টা ১৫ মিনিটে আসে। শিক্ষকদের আগেই ছাত্র- ছাত্রীদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক' ব্যক্তি বলেন, ১০ টা থেকে সাড়ে ১০ টায় শিক্ষকগণ বিদ্যালয়ে আসেন।এর আগে কেউ আসেন না। এভাবেই প্রতিদিন আসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়