সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২০:২৪

মঙ্গলবার সকাল ৯টায় রামপুর মাদ্রাসা মাঠে নামাজে জানাজা

আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ফ্রন্ট নেতা রামপুর মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের ইন্তেকাল

আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ফ্রন্ট নেতা  রামপুর মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের ইন্তেকাল
অনলাইন ডেস্ক

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সদর উপজেলার রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর মো. মাঈনুদ্দিন (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জানুয়ারি ২০২৫) দুপুর দেড়টার দিকে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকাল ৯টায় তাঁর নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নস্থ রামপুর গ্রামের পীর বাড়ির সামনে রামপুর মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে সোমবার বাদ এশা চাঁদপুর শহরের বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকরপন্থী সংগঠন এবং বিভিন্ন মাদ্রাসার অসংখ্য ওলামায়ে কেরাম ও সিলিসিলায়ে কাদেরিয়া আলিয়া সিরিকোট দরবার শরীফের অসংখ্য মুরিদ অংশ নেন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা মাওলানা এমএ মতিন, মহাসচিব সউম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবু নাছের তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাড. ইসলাম উদ্দিন দুলাল, প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, প্রকাশনা সচিব, সৈয়দ আবু আজমসহ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় অনেক নেতা এবং জেলা সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, যুবসেনার জেলা সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, সাধারণ সম্পাদক নবাব খান, ছাত্রসেনার জেলা সভাপতি কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন জাহিদসহ অসংখ্য ওলামায়ে কেরাম জানাজায় অংশ নেন।

জানা যায়, অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন সোমবার দুপুরে নিজ মাদ্রাসায় কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা বাড়তে থাকায় তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার পর কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেয়ার প্রস্তুতিকালেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, অসংখ্য ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে রামপুর ইউনিয়ন এবং সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সুন্নী অঙ্গনে শোকের ছায়া

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ১৯৮৪ সালে চাঁদপুর জেলায় যাঁর হাত দিয়ে পথচলা শুরু হয়, ছাত্রসেনা চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর মো. মাঈনুদ্দিন। দীর্ঘ সময় তিনি চাঁদপুর জেলায় সুন্নীয়তের পতাকাবাহী এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। কুমিল্লা জেলায়ও ছাত্রসেনার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আবু জাফর মো. মাঈনুদ্দিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি দেশখ্যাত তরিকত ভিত্তিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন।

আবু জাফর মো. মাঈনুদ্দিন ১৯৯২ সালে রামপুর দাখিল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদে যোগদান করেন। তাঁর নেতৃত্বে মাদ্রাসাটি আলিমে উন্নীত হয়। মাদ্রাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহে একাধিকবার সদর উপজেলায় এবং জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। দীর্ঘ ৩২ বছর তিনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে খেদমত করে গেছেন। সুন্নীয়তের অতন্দ্র প্রহরী এবং অকুতোভয় সৈনিক ছিলেন অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটির মৃত্যুর খবরে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর ছাত্র এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা, গাউছিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। অসংখ্য ওলামায়ে কেরাম তাঁর জানাজায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়