শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫৯

মাও. জিয়াউর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
মাও. জিয়াউর রহমানের ইন্তেকাল

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহকারী উপাধ্যক্ষ ও আইসিটি প্রভাষক মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজির পিতা ও চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাহিত্য সম্পাদক মাওলানা জিয়াউর রহমান শুক্রবার (৮ নভেম্বর) ভোর ছয়টার সময় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজ জুমার নামাজের পর চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মাওঃ জিয়াউর রহমানের মৃত্যুতে চাঁদপুর পৌর বিএনপি'র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি আকতার হোসেন মাঝি। তিনি এক বার্তায় বলেন, মরহুমকে

মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার কে এই শোক সইবার শক্তি দান করুক। আমিন।

উল্লেখ্য, মাওঃ জিয়াউর রহমান চাঁদপুর শহরের একজন পরিচিতজন ছিলেন। ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সহ- সাহিত্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। কর্মজীবনে তিনি চাঁদপুর জেলার মতলব থানার অন্তর্গত নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়