রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ইন্তেকাল

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ইন্তেকাল
প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহের।

কচুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের (৭২) আর বেঁচে নেই। তিনি শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাত ১১টায় তাঁর নিজ বাড়ি লুন্তি গ্রামের নোয়াবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি...........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন রোববার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম আবু তাহের গত এক বছর যাবত ফুসফুস টিউমার ও ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার ও তাসাদ্দেক হোসেন মহন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।

উল্লেখ্য, মরহুম আবু তাহের কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠুর পিতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়