প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ইন্তেকাল
কচুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের (৭২) আর বেঁচে নেই। তিনি শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাত ১১টায় তাঁর নিজ বাড়ি লুন্তি গ্রামের নোয়াবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি...........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন রোববার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম আবু তাহের গত এক বছর যাবত ফুসফুস টিউমার ও ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার ও তাসাদ্দেক হোসেন মহন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।
|আরো খবর
উল্লেখ্য, মরহুম আবু তাহের কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠুর পিতা।