প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৬
জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ল'ইয়ার্স কাউন্সিল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
আদালত প্রতিবেদক
চাঁদপুর জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) বিকেলে নবাগত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাড. নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল খায়ের শেখ সালেহ, সিনিয়র আইনজীবী ও সংগঠনের সদস্য অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. শাহজাহান খান, আ্যাড. মামুন হোসেন মিয়াজী ও অ্যাড. মুসলিম মিয়াজী। শুভেচ্ছা বিনিময়কালে জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ।