সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

জাতীয় আইনগত সহায়তা দিবসে জেলা লিগ্যাল এইডের সভা

বঙ্গবন্ধু কন্যা গরিব মানুষ ও মুক্তিযোদ্ধাদের জন্যে আইনি সেবার দ্বার খুলে দিয়েছেন

------সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক

বঙ্গবন্ধু কন্যা গরিব মানুষ ও মুক্তিযোদ্ধাদের জন্যে আইনি সেবার দ্বার খুলে দিয়েছেন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ স্লোগানে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং চাঁদপুরের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেছিলেন, তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে মেরে ফেলে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০০ সালে আইন প্রণয়ন করে অসচ্ছল মানুষের জন্যে আইনি সেবার দ্বার খুলে দিলেন। ২০৪১ সালে আমরা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। স্বাধীনতার ৩০ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ দেশের গরিব মানুষ ও মুক্তিযোদ্ধাদের সেবার জন্যে আইনি সেবার দ্বার খুলে দিয়েছেন। তিনি বলেন, ইতঃপূর্বে এ দেশে গণতন্ত্রকে ব্যাহত করে কুচক্রি মহল ক্ষমতায় ছিলো।

তিনি আরো বলেন, লিগ্যাল এইডে অসচ্ছল মানুষের পাশাপাশি সচ্ছল মানুষেরও আইনি সেবা দেয়া হচ্ছে। আর এ সেবা চালু করেছেন রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বৈশি^ক সূচকে অনেক দূর এগিয়ে যাচ্ছি। এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারে না। ১৬৪৩০ নম্বরে কলের মাধ্যমে আইনি সহায়তার আরেকটি সেবা চালু করা হয়েছে। আইনগত সহায়তার ক্ষেত্রে দেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবার দিক দিয়েও মানুষ এগিয়ে যাচ্ছে। এ দেশের মানুষ বিনামূল্যে সেবা ও পরামর্শের ক্ষেত্রে যেনো জাতীয় অর্থনীতিতে পদক্ষেপ রাখতে পারেন সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এ জেলায় অনেক মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক রয়েছেন, তাঁরা যে স্বপ্ন নিয়ে এ দেশের স্বাধীনতার জন্যে কাজ করছেন, আমরা যদি চাঁদপুরবাসীর জন্য ভালো কিছু করতে পারি তাহলেই তাঁদের স্বপ্ন পূরণ হবে।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ সাকিব হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএস মোসা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল হাসান রিপন, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জিপি অ্যাডঃ আব্দুর রহমান, পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, লিগ্যাল এইড পুরস্কারপ্রাপ্ত প্যানেল আইনজীবী অ্যাডঃ নূরুল হক কমল, অ্যাডঃ ফরিদা ইয়াছমিন আলো, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডঃ বিধু ভূষণ নাথ প্রমুখ। এছাড়া উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন হাসনা আক্তার ও বৃষ্টি পোদ্দার।

আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরীসহ অতিথিবৃন্দ জেলা লিগ্যাল এইডের বর্ষসেরা আইনজীবী অ্যাডঃ নূরুল হক কমল ও অ্যাডঃ ফরিদা ইয়াসমিন আলোর হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।

আলোচনা সভার শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হকসহ অতিথিবৃন্দ। পরে র‌্যালিটি জেলা দায়রা জজ আদালত থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টলের ফিতা কেটে উদ্বোধন করা হয়। সভার শুরুতেই আলোচনা সভাস্থলে বিচার বিভাগের কর্মচারীদের পরিচালনায় লিগ্যাল এইড দিবস উপলক্ষে নাটিকা প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়