প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:০৫
ফরিদগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
|আরো খবর
আলোচনা ও দোয়া শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। অতিথিরা তাদের বক্তব্যে আগামী দিনগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিদের্শনা মোতাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।