প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৪
মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক
বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার কাব লিডার ও মধ্য শাহতলী কাদেরীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহমিনা আক্তারের স্বামী মোঃ জহিরুল ইসলাম চৌধুরী গতকাল বিকেল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। মরহুমের জানাজার নামাজ আজ সকাল ৯টায় মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।