প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে বিএসএফের নতুন নিরাপত্তা কৌশল
সীমান্তে কাঁচের ফাঁদ
লালমনিরহাট সীমান্তে নতুন দৃশ্য: বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় সম্প্রতি কাঁটাতারের বেড়ায় ঝুলানো কাচের বোতল নজরে এসেছে। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এমন ব্যবস্থা নিয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বোতলগুলোর মধ্যে কোনো ক্ষতিকর বস্তু থাকতে পারে।
কাচের বোতলের পেছনে বিএসএফের উদ্দেশ্য: বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলানোর মূল উদ্দেশ্য নিরাপত্তা জোরদার করা। তাদের ভাষায়, “যদি কেউ বেড়া কাটতে চায় বা নাড়াচাড়া করে, তবে বোতল পড়ে শব্দ করবে। সেই শব্দে নিকটস্থ প্রহরীরা সতর্ক হয়ে যাবেন।” রাতের অন্ধকারে অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত রক্ষায় এটি কার্যকর বলে তারা দাবি করেছেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও বিজিবির অবস্থান: স্থানীয় বাসিন্দারা বোতল ঝুলানোর ঘটনাকে অস্বাভাবিক এবং আতঙ্কজনক বলে মনে করছেন। অনেকেই ধারণা করছেন, এতে সীমান্তের দুই দেশের বাসিন্দাদের মধ্যে সন্দেহ বাড়তে পারে। এ প্রসঙ্গে ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, “এটি নতুন কিছু নয়। বিএসএফ সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে এমন ব্যবস্থা নিয়েছে। তবে বোতলের মাধ্যমে ক্ষতি করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই আমাদের বিশ্বাস।”
বিশেষজ্ঞদের অভিমত: সীমান্ত নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, কাচের বোতল ঝুলিয়ে অনুপ্রবেশ রোধের চেষ্টা করা বিএসএফের একটি ব্যতিক্রমী উদ্যোগ। তবে এটি দুই দেশের সীমান্তে তীব্রতা সৃষ্টি করতে পারে। বাংলাদেশ-ভারত সীমান্তে এমন উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে কিনা, তা ভবিষ্যতেই বোঝা যাবে।
শেষ কথা: বিএসএফের এ কৌশল স্থানীয়ভাবে আতঙ্কের সৃষ্টি করেছে। সীমান্তে এমন ব্যবস্থা বন্ধ করতে কিংবা যৌথভাবে সিদ্ধান্ত নিতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয় দেশের বাহিনীকে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন।
ডিসিকে/এমজেডএইচ