প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:২৮
ওমরাহ পালন করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামে মতলব উত্তর উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি-২০২৫) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
|আরো খবর
পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, আমার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিলেন। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড়ো ভাই শওকত আলী আছেন। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন