শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:২৮

ওমরাহ পালন করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাহবুব আলম লাভলু
ওমরাহ পালন করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামে মতলব উত্তর উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি-২০২৫) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রহিম প্রধানের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামে। তিনি মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রহিম প্রধানের বড়ো ছেলে শওকত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, আমার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিলেন। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড়ো ভাই শওকত আলী আছেন। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়