প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধের চেতনা ছড়িয়ে দিতে হবে ----এএমএম বাহাউদ্দীন
উগ্রবাদিতার বিরুদ্ধে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধের চেতনা ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেছেন, আমাদের রাজনীতি, সমাজনীতি, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ ইসলামী চেতনায় গড়ে তুলতে হবে। ঈমান, আকিদা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন ইসলামী সমাজব্যবস্থা এদেশে গড়ে ওঠা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, আজকে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আলেম-ওলামার ভূমিকা অনস্বীকার্য। আমাদের আলেম সমাজ সকল উগ্রবাদিতার বিরুদ্ধে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মসজিদে বয়ান থেকে শুরু করে ইসলামী জলসা এবং মাহফিলে আলোচনায় বক্তব্য প্রদানের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন। আর এক শ্রেণির লোকজন শুদ্ধতা শিক্ষার নামে অপকর্ম করছে।
তিনি বলেন, আমাদের সমাজব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আজকের যুবক ও তরুণরা আদব-কায়দা, নীতি-নৈতিকতার শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছে। তরুণ ও যুবসমাজ মূল্যবোধের অবক্ষয়ের কারণে মাদক ও অনৈতিক পথে ধাবিত হচ্ছে। ইসলামী নীতি নৈতিকতা না থাকায় আজকে ঘরে ঘরে অশান্তি বিরাজ করছে। মা-বাবা নিজেদের সন্তান নিয়ে উদ্বিগ্ন। প্রতিবেশীদের ঘিরে যে বন্ধন তাও নষ্ট হচ্ছে। তরুণ সমাজ আজকে ইন্টারনেট, ফেসবুকসহ নানা রকম ডিজিটাল কানেক্টিভিটির ভালো দিকটা কম ব্যবহার করছে। মন্দের প্রভাবের দিকেই বেশি ধাবিত হচ্ছে। আর আমাদের আলেম ওলামাগণ অনাচার, মাদক, অনৈতিক কার্যকলাপ থেকে সমাজকে মুক্ত রাখার জন্যে চেষ্টা করে যাচ্ছেন। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলাধীন ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইসলামপুর দরবার শরীফের ৮১তম ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেক ব্যতিক্রম। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা নেশা করে না, সন্ত্রাস, জঙ্গিবাদ, অনৈতিক কাজের ধারে কাছেও নেই। তারা টেন্ডারবাজি করে না, চালচলন, পোশাক-আশাকে শালীনতা বজায় রাখে। মাদ্রাসা শিক্ষকদের বৃহত্তম অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষকরাই এদেশে ইসলামী ভাবধারা সমুন্নত রেখে চলেছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ জানুয়ারি ২০২৫) দুদিনব্যাপী এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরে কামেল মাওলানা আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আল কোরাইশী।
প্রথম দিন আলোচনা পেশ করেন কুমিল্লা মুরাদনগর থেকে আগত আলহাজ্ব হযরত মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, সোনারগাঁও মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের খতিব হযরত মাওলানা মো. মাজহারুল ইসলাম আবরার, ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ আমীর হোসাইন, নারায়ণগঞ্জ থেকে আগত আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন চিশতি প্রমুখ।
২য় দিন ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. রুহুল আমীন আফসারী, চাঁদপুর মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ, ঢাকা মহাখালী মসজিদ-ই গাউসুল আজম-এর খতিব মাওলানা মিজানুর রহমানসহ আরো বহু ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।মাহফিলে উপস্থিত সবাইকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মাওলানা মো. জোবায়ের হোসাইন, মো. আবু জাফর ও মো. আবুল খায়ের ফরায়েজী।