শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:১১

রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

সভাপতি ছালামত খান সেক্রেটারি শাহআলম বেপারী

আলমগীর কবির
রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ছালামত খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে মো. শাহআলম বেপারী নির্বাচিত হন।

গত ২০ ডিসেম্বর ২০২৪ পশ্চিম রাজারগাঁও দ্বীনিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. ছালামত খানের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন দুইজন মো. শাহআলম বেপারী ও মো. ইলানুর মোল্লা। উভয়ে সমঝোতায় না আসায় সেদিন সাধারণ সম্পাদক পদ নির্বাচন স্থগিত রাখা হয়। পরে গত ১৫ জানুয়ারি ২০২৫ প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে মো. শাহাআলম বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। সম্মেলন পরিচলনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়