প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
চাঁদপুর মহাশ্মশানে কীর্তন আয়োজনে প্রস্তুতি সভা
চাঁদপুর মহাশ্মশানে বার্ষিক কীর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ জানুয়ারি ২০২৫) বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিকের সভাপতিত্বে ও সংগ্রাম চন্দ্রের সঞ্চালনায় বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতি বাদ রেখে ধর্মীয় কাজ হয় না। আমরা এ বছরও পূর্বের নিয়মনীতির মতো কীর্তন উৎসব পালন করবো। আগামীতে আমরা বিশদ আলোচনা করে উৎসব করবো। ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৩টায় ভাগবত পাঠ, বিকেল ৪টায় হরিবাসর পূজা, সন্ধ্যা ৬টায় মহানাম সংকীর্ত্তন শুরু করা হবে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার মহোৎসব অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি বুধবার শিব রাত্রি ব্রত। ১৪ মার্চ শুক্রবার দোল পূর্ণিমা। ২২ মার্চ শনিবার মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী পূজা ও শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হবে। সভায় বিগত (২০২৪) বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে সকলের মাঝে তা বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন প্রফেসর রনজিত কুমার বণিক, কিশোর কুমার শংকর, প্রবীর পোদ্দার, বাপ্পি সিংহ রায়, গোপাল চক্রবর্তী, অমল রক্ষিত মনা, উৎপল মজুমদার, নির্মল পাল, জয়রাম রায়, ডা. প্রণব কুমার রায়, গৌতম বর্ধন, সজল পাল, সুব্রত মজুমদার, লিমন কান্তি পোদ্দার, চন্দন কুমার চন্দন ও বিশ্বজিৎ সাহা।