প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০১
হাইমচরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান
২০০০ কেজি জাটকা বোঝাই ট্রলারসহ ৯ জন আটক
|আরো খবর
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করে ২ হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনকারী ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর দুইদিন আগেও ৫০০ কেজি জাটকা ইলিশ চরভৈরবী থেকে জব্দ করা হয়েছিল।
গেল নভেম্বর, ডিসেম্বর মাস হতে চলতি জানুয়ারি মাসে চাঁদপুরের মেঘনা নদীতে ব্যাপক জাটকা ইলিশ নিধন এবং নদনদীর বিভিন্ন প্রজাতির রেনুসহ পোনা মাছ ধ্বংস করা হয়। জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কম্বিং অপারেশন এবার তেমনটা হয়নি বলে পর্যবেক্ষক মহলের অভিমত। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হয়েছে। তা নদ নদীর মৎস্য সম্পদ রক্ষায় তেমন কোনো কাজে আসছে না।
ডিসিকে/এমজেডএইচ